হিলিতে শ্রমজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুর
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
এখন জনপদে
1

দিনাজপুরের হিলিতে ঈদুল আজহা উপলক্ষে শ্রমজীবী মানুষদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ জুন) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সাইদুল ইসলাম সৈকত, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলামসহ আরো অনেকে।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

ইএ