দিনাজপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১

দিনাজপুর
সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও ট্রাক
এখন জনপদে
1

দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় ওই ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১০ জুন) বেলা সাড়ে চারটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ(২৩) বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের রাসেল মন্ডলের ছেলে। আহত ব্যক্তি একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে মুমিন(৩৮)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার বুকে এবং মাথায় গুরুতর আঘাতেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে ট্রাক ভর্তি লিচু নিয়ে ঢাকায় যাচ্ছিল। একই সময় আসাদ পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বেলডাঙা মোড়ে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও সহকারী চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।’

ইএ