নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি
এখন জনপদে
0

নেত্রকোণার আটপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব খান (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামাদলের সভাপতি বলে জানা গেছে। আজ (বুধবার, ১১ জুন) সকালে আটপাড়া উপজেলার বাউসাম গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ ওলামাদলের সভাপতি রাজিব খান উপজেলার বরকাশিয়া এলাকায় মামার বাড়িতে থাকতেন। ঈদে নিজ বাড়ি আটপাড়া উপজেলার বাউসাম গ্রামে বেড়াতে যান।

সেখানে বুধবার সকালে ফ্যানের সংযোগ দিচ্ছিলেন। এসময় বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজিব আটপাড়া উপজেলার মৃত কাঞ্চন খানের ছেলে। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ