ঈদের দুই দিন পর নিহতরা তাদের মা মিতা বেগমের সাথে সালথা উপজেলার বাহিদদিয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে যায়। আজ বেলা সাড়ে ১১টায় লোকচক্ষুর আড়ালে নানাবাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আবু তালহা। এসময় তাকে উদ্ধার করতে বড় বোন তানহা পানিতে নামলে দু’জনই পানিতে ডুবে যায়।
প্রতিবেশী এক নারী তাদের পুকুরে নামতে দেখার কিছু সময় পরেও তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় পরীক্ষা-নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিলা আজাদ তাদের মৃত ঘোষণা করেন। ডা. শাকিলা আজাদ জানান, শিশু দু’টিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্তা পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি সালথা উপজেলার মধ্যে ঘটেছে, তাই সালথা থানাকে অবহিত করা হয়েছে। তারাই পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’