টাঙ্গুয়ার হাওরে ধরা পড়লো বিলুপ্ত প্রাণী বনরুই

সুনামগঞ্জ
বিলুপ্ত প্রাণী বনরুই
এখন জনপদে
0

সুনামগঞ্জের তাহিরপুরে এক জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির বনরুই। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) দুপুরে এ প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (১১ জুন) সন্ধ্যায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে জাল ফেলে মাছ শিকার করছিলেন এক জেলে। তখন তার জালে মাছের বদলে বিপন্ন প্রজাতির বনরুই ধরা পড়ে। যেটি বিক্রি করতে তিনি উপজেলার কলাগাঁও বাজারে নিয়ে যান। সেখানে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

কেউ কেউ প্রাণীটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম কলাগাঁও বাজারে গিয়ে জেলের কাছ থেকে বনরুইটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য আমীর আলীর জিম্মায় দিয়ে আসেন। পরে বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য এই প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘তাহিরপুরের এক জেলে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে তার জালে বনরুই একটি বিপন্ন প্রাণী ধরা পড়ে। সেটি ইতিমধ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইএ