জামালপুরের বাজারে ঈদ-পরর্বতী সময় সব ধরনের সবজির সরবরাহ ভালো থাকায় সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুনসহ সব পাইকারি সবজির দাম কমেছে। তবে, কিছুটা বেড়েছে আলুর দাম।
ময়মনসিংহের বাজার এখনো পুরোপুরি জমেনি। বাজারে জিনিসপত্রের সরবরাহ যেমন কম, তেমনি কম ক্রেতা সংখ্যাও। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ কমে বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। তবে, কেজিতে ৩০ টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর।
চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেশি। বাজারে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। এ ছাড়া, চাঁদপুরের বাজারেও চড়া মাছের দাম। ১ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ২৮০০-২৯০০ টাকায়।