পর্যাপ্ত লঞ্চ নেই, কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে ভোলার মানুষ

লঞ্চঘাট
এখন জনপদে
0

ঈদের ছুটির শেষে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ভোলার বিভিন্ন লঞ্চঘাটে দেখা দিয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। পর্যাপ্ত লঞ্চ না থাকায় ঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে হাজারো যাত্রীকে। এতে ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তাজনিত শঙ্কাও। যাত্রীর তুলনায় পর্যাপ্ত লঞ্চ না থাকায় বিপাকে পড়ছেন অনেকেই।

বিশেষ করে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে দেখা দিয়েছে লঞ্চ সংকট। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী লঞ্চে উঠতে পারছেন না। প্রখর রোদে দাঁড়িয়ে থাকায় দুর্ভোগে পড়ছেন শিশু ও বৃদ্ধরাও।

ঘাটে নির্ধারিত সময়ে লঞ্চ না পেয়ে তারা স্প্রিডবোট বা ইঞ্জিনচালিত ছোট ট্রলারে ওঠতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত যাত্রী বহন করায় নদী পাড়ি দিতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও।

যাত্রীরা বলছেন, কর্তৃপক্ষের নজরদারি না থাকায় অধিক ভাড়া গুনতে হচ্ছে তাদের। যাত্রী ছাউনি না থাকায় তপ্ত রোদে পড়েছেন দুর্ভোগে।

এনএইচ