সিরাজগঞ্জ মহাসড়কে অতিরিক্ত যাত্রীচাপ: যানজটে বাড়ছে ভোগান্তি

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ মহাসড়কে অতিরিক্ত যাত্রীচাপ
এখন জনপদে
0

ঈদের ছুটির শেষ দিনে সিরাজগঞ্জের মহাসড়কে দেখা দিয়েছে অতিরিক্ত যাত্রীচাপ। নাড়ীর টানে বাড়িতে ঈদ করতে আসা মানুষগুলো ফিরতে শুরু করেছে কর্মস্থলে। আজ (শনিবার, ১৪ জুন) ভোর থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন বাস কাউন্টার ও মহাসড়কের মোড়গুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা যায়। বাসের পাশাপাশি ট্রাক ও পিকআপে করেও কর্মস্থলে ফিরছে অনেক মানুষ।

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, গণপরিবহনের অতিরিক্ত চাপ হওয়ায় সেতুর টোল প্লাজায় চাপ বেড়েছে। টোল প্লাজায় অতিরিক্ত চাপ পড়ায় টোল আদায়ের ধীর গতির কারণে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে কড্ডার মোড় পর্যন্ত সাত কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

যানজট দীর্ঘস্থায়ী হওয়ায় যানজটে আটকা পড়া যাত্রীদের ভোগান্তি বাড়ছে। গণপরিবহনের চাপ সামাল দিতে মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ইএ