সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, গণপরিবহনের অতিরিক্ত চাপ হওয়ায় সেতুর টোল প্লাজায় চাপ বেড়েছে। টোল প্লাজায় অতিরিক্ত চাপ পড়ায় টোল আদায়ের ধীর গতির কারণে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে কড্ডার মোড় পর্যন্ত সাত কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
যানজট দীর্ঘস্থায়ী হওয়ায় যানজটে আটকা পড়া যাত্রীদের ভোগান্তি বাড়ছে। গণপরিবহনের চাপ সামাল দিতে মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।