যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিহত স্বামী-স্ত্রী
অপরাধ
এখন জনপদে
1

যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। আজ (শনিবার, ১৪ জুন) সকালে রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আজ (শনিবার, ১৪ জুন) সকালে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে মনিরুজ্জামানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে স্ত্রী রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। মনিরুজ্জামান ওই গ্রামের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের মেজো ছেলে। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করতে পারে অথবা কেউ তাদের হত্যা করে স্ত্রীকে মাঠে এবং স্বামীকে গাছে ঝুলিয়ে রাখতে পারে।

তবে নিহতের পরিবারের দাবি, গভীর রাতে কে বা কারা রেহেনাকে হত্যা করে মাঠে ফেলে রাখে এবং মনিরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। যাতে এটা বোঝানো যায় স্বামী তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ইএ