যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৯৫ যানবাহন পারাপার

টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

টাঙ্গাইল
টাঙ্গাইলের যমুনা সেতুতে যানবাহনের ভিড়
এখন জনপদে
0

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। এতে যানজট ও ধীরগতির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ফিরতি পদে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় শনিবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২শ' টাকা।

অপরদিকে ঢাকাগামী ৩৩ হাজার ৩২৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ আরো জানায়, শুক্রবার সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়। শনিবার সেতু দিয়ে শুক্রবারের চেয়ে ২ হাজার ৪১৩ টি যানবাহন বেশি পারাপার হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এএইচ