কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপটনের ফাঁসির দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি পেশ

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এখন জনপদে
0

কুষ্টিয়ায় কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের ফাঁসির দাবিতে আজ (রোববার, ১৫ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। লিপটনের এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এসময় বক্তারা লিপটনকে ‌‌‘ফ্যাসিস্ট হানিফের সহযোগী’ এবং ‘জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব জাকির সরকারের দোসর’ উল্লেখ করে খুনসহ একাধিক মামলার আসামি এই শীর্ষ সন্ত্রাসীর ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ জুন (রবিবার) সকালে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামে লিপটনের বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে তিন সহযোগী ও বিভিন্ন অস্ত্রসহ গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে তোলা হলে সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচি পালন করে।


ইএ