আজ (সোমবার, ১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা। এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম বিস্তারিত শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকেও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।
জানা যায়, গত শনিবার (১৪ জুন) নগরের বাঘমারা এলাকা শাপলা নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে কয়েকজন যুবক চাঁদা চেয়ে না পেয়ে প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। চাঁদাবাজির দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।