গাজীপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান, টঙ্গীর বস্তি থেকে আটক ২৪

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে আটকরা
এখন জনপদে
0

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ জুন) গভীর রাতে সেনাবাহিনীর উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে কয়েকটি দলে ভাগ হয়ে পুরো বস্তি ঘিরে ফেলে যৌথবাহিনী। এরপর শুরু হয় তল্লাশি। এসময় মাদক কারবারি ও সেবনের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়।

আটকদের একজন বলেন, ‘আমি মাদক সেবন করি। তো আমার খেতে মন চাইছে, এখানে চলে আসছি। এখানে আসলেই ইনস্ট্যান্ট পাওয়া যায়।’

অভিযানে বিপুল পরিমাণ মদ, গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলী বলেন, ‘উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে যৌথভাবে আমরা এ মাজার বস্তিতে অভিযান পরিচালনা করি। এতে ২৪ জনকে আটক করেছি এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি জব্দ করেছি।’

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবেই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ