অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ

দিনাজপুর
আটক বাংলাদেশি
এখন জনপদে
1

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক এক বাংলাদেশি কিশোর আল আমিন হোসেন (১৬) হিলি সীমান্ত দিয়ে ফেরত দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করে।

আল আমিন হোসেন হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক জানান, গত ১৪ জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আল আমিন। গতকাল ভারতীয় পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে ভারত-হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ তাকে আটক করে।

সুবেদার অসীম মারাক বলেন, ‘রাত ১০টায় বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।’

আটককৃত কিশোরের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাক রোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এনএইচ