গতকাল (বুধবার, ১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে ইউসুফ ১৩ জুন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। অক্সিজেন লেভেল কমতে থাকায় করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়।
বুধবার দুপুরে ইবনে সিনা হাসপাতালে নমুনা পরীক্ষা করানো হলে রাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে করোনার চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউর দায়িত্বরত চিকিৎসক ইউসুফের মৃত্যুর বিষয়টি অবহিত করেছেন।
এর আগে, বুধবার ভোরে একই হাসপাতালে করোনা আক্রান্ত শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে আরো একজন মারা যান। এ নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে। চিকিৎসাধীন রয়েছেন আরো তিনজন সন্দেহভাজন রোগী।