আজ (শুক্রবার, ২০ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক বিল্লাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তিনি ট্রাকের কেবিনে আটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মানিকগঞ্জগামী একটি ট্রাক স্বাভাবিক গতিতে চলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী শুকতারা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে উঠে পড়ে এবং সংঘর্ষ ঘটে।
ট্রাকচালকের সহকারী রতন মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়াও বাসের আরও দুই থেকে তিনজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, মরদেহ উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।