পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়।
এসময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার, অটোরিকশার চালক ও আরো চার যাত্রী। পরে আহত ৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ থানায় রয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।