ফেনীতে ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ২ ব্যবসায়ীর জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এখন জনপদে
0

ফেনীতে অভিযান চালিয়ে ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ২৩ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন-বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় শহরের বড় বাজারের ধানপট্টি সড়কে রুবেল এন্টারপ্রাইজ থেকে অবৈধ ২৮০ কেজি পলিথিন জব্দ করে। এসময় মালিক রুবেলকে ২০ হাজার টাকা ও নাজিম এন্টারপ্রাইজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় নাজিম এন্টারপ্রাইজের মালিককে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তানভীর হোসেন, পরিদর্শক শাওন শওকতসহ ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।

ফেনীর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি জানান, পরিবেশ সুরক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন-বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইএ