রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলি; অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

আটককৃত তিনজন ও জব্দকৃত অস্ত্র-সরঞ্জাম
অপরাধ
এখন জনপদে
3

রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের সাথে আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এসময় সাড়ে তিন হাজার রাউন্ড গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তরিকুজ্জামান খান নামে একজন সৈনিক হাতের আঙুলে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হেলিকপ্টার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৪ জুন) ভোর ৪টা থেকে থেমে থেমে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া মোনপাড়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

তবে সেনা অভিযানে ইউপিডিএফের তিনজন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্র ও সরঞ্জামসহ আটক করা হয়েছে। সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনা অভিযানে ঘটনাস্থল থেকে একটি এসএসজি, একটি ম্যাগাজিন, একটি কাউন্টার রিকয়েল ম্যাকানিজম স্প্রিং, ৪৭ রাউন্ড অ্যামুনেশন, ৫২টি খালি খোসা, চারটি মোবাইল ফোন, দুইটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

অভিযানে আটক তিনজন হলেন- মৃত বিন্দু কুমার চাকমার ছেলে মনসুখ চাকমা (৫০), তার ছেলে সিন্ধু মনি চাকমা (২৩) ও সোনামুনি চাকমার অন্তর চাকমা (১৯)। তিনজনই কাউখালীর ঘাগড়া তিন নম্বর ওয়ার্ডের মৌনপাড়া এলাকার বাসিন্দা।

রাঙামাটি সদর জোন ৬০ ইবি. ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে চলমান টহল দলের ওপর সশস্ত্র হামলা চালায় ইউপিডিএফ সন্ত্রাসীরা।

এর আগে গতকাল (সোমবার, ২৩ জুন) সন্ধ্যা ৬টায় রাঙামাটির কুতুকছড়ি ফুরোমন সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি পেট্রোল (সেনাটহল) বের হয়। কিন্তু পৌনে ৭টার দিকে একটি অজ্ঞাত নম্বার থেকে ইউপিডিএফের কমান্ডার পরিচয় দিয়ে পেট্রোল কমান্ডারকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয়। এসময় পেট্রোল কমান্ডার ইউপিডিএফের হুমকিতে এলাকা ছেড়ে না গিয়ে চ্যালেঞ্জ করেন।

একইসময়ে সেনাবাহিনীর অন্যান্য ক্যাম্প থেকে আরও পেট্রোল বের হয়ে এসে কুতুকছড়ি ব্লক করে ফেলে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাতে থাকেন। আজ ভোর ৪টার দিকে সেনাবাহিনীর দলটি স্থানীয় মইনপাড়া স্কুলে অভিযান পরিচালনা করে। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তবে গোলাগুলিতে টিকতে না পেরে ইউপিডিএফের সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এদিকে অভিযানের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকে জানানো হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী আজ রাঙামাটির দুর্গম পাহাড়ে ভোর ৪টা থেকে ইউপিডিএফ (মূল) দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।’

এসএস