মানববন্ধন শেষে পুনর্গঠিত এডহক কমিটি বাতিল করা, স্থানীয় ক্লাব ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি গঠন এবং মিনি স্টেডিয়ামসহ ক্রীড়া খাতের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ— এ তিন দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়। এসময় এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে ক্রীড়া অফিসে তালা ঝুলানোর হুঁশিয়ারিও দেয়া হয়।
ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুন বলেন, ‘রাঙামাটি জেলার ইতিহাসে এটাই প্রথম একটা অবৈধ কমিটির বিরুদ্ধে সকল ক্রীড়া সংগঠক ও ৪৩টি ক্লাব এ আন্দোলনে নেমেছে।’
তিনি বলেন, ‘এ কমিটিকে রাঙামাটির কোনো ক্লাব মেনে নিচ্ছে না। এই কমিটির মাধ্যমে সংস্থার কোনো খেলাধুলা হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে এ অন্যায় অবৈধ কমিটি বাতিল করতে হবে। তা না হলে অফিসে তালা ঝোলানো হবে। এবং তার দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।’
এ ছাড়া অন্য বক্তারা জানান, গত ১৯ জুন যে অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে, সেখানে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি জড়িত নন, বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য এবং স্বার্থান্বেষী। এ ধরনের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন তারা।