ভুক্তভোগী পরিবার জানায়, গত বুধবার (২৫ জুন) শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লার বাসিন্দা ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগমের সিজার হয় শহরের ইউনাইটেড হাসপাতালে। আজ শনিবার সকাল ৯টায় সবার চোখ ফাকি এক নারী নবজাতককে কেবিন হতে চুরি করে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় নি।
কান্নাজড়িত কন্ঠে নবজাতকের মা আবেদা বেগম বলেন, ‘আমার বুকের ধনকে হাসপাতালের লোকজন চুরি করেছে। আমার বৃদ্ধ মা'কে রুমে রেখে আমি শৌচাগারে গিয়েছিলাম। এসে দেখি আমার কন্যা শিশু নেই। কষ্ট করে টাকা জোগাড় করে বেসরকারি হাসপাতালে নিরাপত্তার জন্য এসে যদি আমার বাচ্চাকে হারাতে হয়, তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাব?’
নবজাতকের বাবা ফিরোজ মিয়া বলেন, ‘অন্যান্য রুমে সিসি ক্যামেরা থাকলেও আমাদের কেবিনের ফ্লোরে সিসি ক্যামেরা ঘটনার সময় কেনো বন্ধ রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ? আমি এ বিষয়টির সঠিক তদন্ত চাই।’
ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দীদার মিয়া বলেন, ‘শিশুটি কিভাবে চুরি হয়েছে তা আমরা জানিনা। আর সিসি ক্যামেরার মেমোরিতে জায়গা না থাকায় ফুটেজটি খুঁজে পাচ্ছি না। বাচ্চা চুরির সাথে আমাদের কেউ কোনোভাবেই জড়িত নয়।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঞা বলেন, ‘তথ্য পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এছাড়া ঘটনাটিকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।’