মৌলভীবাজারে পঁচে যাওয়া ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিল প্রশাসন

মৌলভীবাজার
মাটি চাপা দেয়া হচ্ছে পঁচে যাওয়া চাল
এখন জনপদে
0

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে বন্যার পানিতে ভিজে পঁচে যাওয়া ২৩৪ বস্তা ভিজিএফ চাল মাটি চাপা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল রোববার (২৯ জুন) বিকেলে পৌর গরুর হাট এলাকার পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে এসব বিতরণ অনুপযোগী চাল মাটিচাপা দেওয়া হয়।

পৌরসভা সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৭ জুন বড়লেখা পৌরসভার জন্য ১ হাজার ২৭ বস্তা (প্রায় ৩১ টন) ভিজিএফ চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন।

এর মধ্যে ২৯ টন চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করে পৌরসভা হলরুমে রাখা হয়। তবে ৩১মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌর ভবন ৩ থেকে ৪ ফুট ডুবে যাওয়ায় ২৩৪ বস্তা চাল পানিতে ভিজে পচে যায়। এতে পৌর কার্যালয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

পরিস্থিতি বিবেচনায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার পাঁচ সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী পচা চাল মাটিচাপা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাসসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ক্ষতিগ্রস্ত চাল মাটিচাপা দেওয়া হয়েছে।’


এএইচ