নেত্রকোণায় মোটরসাইকেল চালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোণা
এখন জনপদে
0

নেত্রকোণায় ঝিনুক মিয়া নামের এক মোটরসাইকেল চালক হত্যা মামলার রায়ে মো. সাদেকুল ইসলাম (২৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। আজ (সোমবার, ৩০ জুন) এ রায় দেন নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত মো. সাদেকুল ইসলাম নেত্রকোণা পৌর শহরের পূর্ব কাটলী এলাকার মো. সাত্তারের ছেলে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঝিনুক তার ভাইয়ের মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মো. সাদেকুল ইসলাম মদন উপজেলায় ষাড়ের লড়াই দেখতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া করেন। পরে মদন উপজেলা থেকে বিভিন্ন কথাবার্তা বলে ঝিনুক মিয়াকে পূর্বধলা থানাধীন নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের বৌলাম এলাকায় নিয়ে হত্যা করে সাদেকুল।

হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাদেকুল। কিন্তু এ সময় শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে চেকপোস্ট দেখে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

এদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা চালক ঝিনুককে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের ভাই মো. টিটু মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আসামিকে ধরলেও জামিনে পালিয়ে যায়। ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

রায়ে উল্লেখ করা হয়, আসামি সাদেকুলকে যাবজ্জীবন কারাদণ্ডসহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

ইএ