হিলিতে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

দিনাজপুর
জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
এখন জনপদে
1

দিনাজপুরের হিলিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণ কারীদের আশু সুস্থতার বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতে ইসলামীর আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর হাকিমপুর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম, হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম।

বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি স্বাধীনভাবে কথা বলতে পারছি। নতুন করে স্বৈরাচারের জন্ম হতে দেওয়া যাবে না। জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে আমাদের লড়াই করতে হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রয়েছে।’

এএইচ