টাঙ্গাইলে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল
গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ
রাজনীতি
এখন জনপদে
2

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে টাঙ্গাইলে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলন জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

গণসংহতি আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলিফ দেওয়ান, নাগরপুর উপজেলার সংগঠক আলিম মোল্লা, জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক তুষার আহমেদ, জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার, সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব ফারজানা জেসমিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সম্প্রতি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, ‘এ ধরনের নাশকতা গণতান্ত্রিক রাজনীতিকে হুমকির মুখে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি তার বক্তব্যে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হচ্ছে। জনগণের নিরাপত্তা দিতে না পারলে পরিস্থিতি আরো নাজুক হবে এবং পরাজিত ফ্যাসিস্ট চক্রের পুনরুত্থানের পথ সুগম হবে। তাই অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।’

এএইচ