ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ
নিহত দুই শিশু
এখন জনপদে
0

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের তিন শিক্ষার্থী মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়। দুর্ঘটনার ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে বাকি দুই শিশুর মরদেহ। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

আজ (বুধবার, ২ জুলাই) সকাল ৭টার দিকে, ময়মনসিংহ জেলার পাগলা থানার ১৫ নম্বর টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে শিশু আবির (৭) ও জুবায়েদ (৬) এর লাশ ভেসে উঠতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জানান, ভোর থেকেই স্বজনরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছিলেন। বাঁশিয়া এলাকায় পৌঁছেই নদীর কিনারায় তারা দেখতে পান দুই শিশুর নিথর দেহ ভাসছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে, ময়মনসিংহের পাগলা থানার দত্তেরবাজার এলাকায় ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে মাদরাসায় যাচ্ছিল। হঠাৎই নৌকাটি উল্টে গেলে ৬ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তিনজন—শাপলা আক্তার (১৫), আবির ও জুবায়েদ। দুপুরেই উদ্ধার করা হয় শাপলার মরদেহ। তারা তিনজনই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চরাঞ্চলের মানুষ একটি সেতুর দাবি জানালেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিনই শিশু-কিশোরদের ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে নদী পার হতে হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো চর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনটি তাজা প্রাণ হারিয়ে এখন শুধুই কান্না, হতাশা আর ক্ষোভে ফেটে পড়ছে এলাকাবাসী।

এএইচ