কুষ্টিয়ায় অবৈধ মজুদ ও কৃত্রিম সংকটের অভিযোগে তিন চালকল মিলকে জরিমানা

দেশের সর্ববৃহৎ চালের মোকাম খাজানগর
এখন জনপদে
0

দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এসময় তিন রাইস মিলকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত তিন সপ্তাহ ধরে দেশে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা করে। এ অবস্থায় কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

এসময় তিন রাইস মিলকে জরিমানা করা হয়। অতিরিক্ত চাল মজুদ, ওজনে কম ও পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এবং অবৈধভাবে চালের নামসর্বস্ব মোড়কজাত বস্তা ব্যবহারের অভিযোগে তাদের জরিমানা করা হয়। শাস্তিপ্রাপ্ত রাইস মিলগুলো হলো- টোকন রাইস মিল, জাহিদ অটো রাইস মিল ও দাদা অটো রাইস মিল।

এর মধ্যে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটো রাইস মিলকে ২০ হাজার টাকা ও দাদা অটোরাইস মিলকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা অংশ নেয়।

উল্লেখ্য, খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম মিনিকেট ও সরু চালের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।

ইএ