কক্সবাজার জেলা কারাগারে মধুমাস উদযাপিত

কক্সবাজার
কারাগারে বন্দিদের মাঝে মৌসুমি ফল বিতরণ
এখন জনপদে
0

কক্সবাজার জেলা কারাগারে এবার ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে উদযাপন করা হলো মধুমাস। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) দুপুর ২টার দিকে কারাগারে বন্দিদের মাঝে মৌসুমি ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়।

কারাগারে বন্দিদের মানসিক প্রশান্তি ও মৌসুমি ফলের স্বাদ দিতে ২ হাজার ৪৮৪ জন বন্দি এবং ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মোট এক হাজার কেজি আম ও ১০০টি কাঁঠাল বিতরণ করা হয়েছে। ফল বিতরণের সময় বন্দিদের মধ্যে দেখা যায় ভিন্নরকম আনন্দ ও উচ্ছ্বাস।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী, জেলার আবু মুছা এবং ডেপুটি জেলার নোবেল দেব।

তারা জানান, বন্দিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

কারা কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সেজু