মানিকগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অপহরণের অভিযোগ

প্রতীকী ছবি
এখন জনপদে
3

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় এক যুবক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা।

অপহৃত শিক্ষার্থীর নাম প্রীতি ভৌমিক। বয়স ১৪ বছর। সে মিতরা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন ভৌমিক ও দিপালী রানী ভৌমিকের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রীতির বাবা মনোরঞ্জন ভৌমিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মেয়ে শিক্ষক বিধান চন্দ্র সরকারের বাড়িতে প্রাইভেট পড়তে বের হয়। কিন্তু বিদ্যালয়ে পৌঁছানোর আগেই মিতরা ব্রিজ এলাকায় একা পেয়ে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক সুমন মিয়া (১৯)।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই স্কুলে যাওয়া-আসার পথে সুমন প্রীতিকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর স্থানীয়ভাবে কয়েকবার সতর্কও করা হয়েছিল সুমনকে। কিন্তু বৃহস্পতিবার সে অপহরণের মতো ঘটনা ঘটায়।

ঘটনার পরপরই প্রীতির পরিবার সুমনের বাড়িতে গিয়ে তার মা জোহুরা বেগম ও দাদা চান মিয়াকে বিষয়টি জানালেও তারা কোনো সহায়তা করেননি বলে অভিযোগ করেছেন প্রীতির পরিবার।

প্রীতির মা দিপালী রানী ভৌমিক বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অপহরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ওই শিক্ষার্থী।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘এক শিক্ষার্থী অপহরণের অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এএইচ