বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার, ৫ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে সার ডিলারদের সাথে সুষ্ঠু সার বিতরণ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ফরিদপুর জেলায় ব্যাপক কৃষি আবাদ হয়ে থাকে। তাই পর্যাপ্ত সারের চাহিদা রয়েছে। পাট, পেঁয়াজের এই বৃহত্তম জেলায় আগামীতে প্রয়োজনীয় সার সরবরাহের ব্যবস্থা নেয়া হবে।’
ফসলে সঠিক পরিমাণ সার ব্যবহার করতে হবে, অধিক সারে অধিক ফলন এমন কিছু ভুল ধারণা থেকে কৃষকদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়া জেলার ডিলারদের আরো আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া সার নিয়ে কোন প্রকার অনিয়ম দুর্নীতি হলে ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান প্রমূখ।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সারের ডিলারগণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।