‘জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির দাবিতে ৩ আগস্ট ঢাকায় সমবেত হবে সাধারণ মানুষ’

বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি
এখন জনপদে
0

জুলাই অভ্যুত্থানকে খারিজের চেষ্টা চলছে উল্লেখ করে এর স্বীকৃতির দাবিতে আগামী ৩ আগস্ট ‘অবশ্যই’ ঢাকায় সাধারণ মানুষ সমবেত হবেন— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ (সোমবার, ৭ জুলাই) সকালে এনসিপির রাজশাহীর পথসভায় তিনি বলেন, ‘এই অভ্যুত্থানকে খারিজ করার মানে বিপ্লবীদের খারিজ করা। আজ মিডিয়ার মাধ্যমে গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করে বিপ্লবীদের হত্যার চক্রান্ত চলছে।’

হাসনাত আরও বলেন, ‘মিডিয়া নামের মাফিয়াতন্ত্র বাদ দিয়ে সত্যভিত্তিক, ফ্যাক্টবেইজ সাংবাদিকতা গড়ে তুলতে হবে। এই মুহূর্তে গণমাধ্যমের দায়িত্বশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে, পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের ঘোষণা নিয়ে সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে কোনো অগ্রগতি না হলে আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি জানান, দেশের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে একটি বাস্তবভিত্তিক ইস্তেহার তৈরি করছে এনসিপি, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে উপযোগী হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘রাজশাহীতে আমরা শক্তিশালী জনসমর্থন পেয়েছি। বাংলাদেশের পুনর্গঠনে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়।’

পথসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজশাহীর বিভিন্ন সমস্যা অবহিত করেন।

এনএইচ