কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে পরিচালিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন।
এদিকে, কৃষি প্রযুক্তি ও পুষ্টি উদ্বোধিত এ মেলা আগামী বুধবার (৯ জুলাই) পর্যন্ত চলবে। মেলায় ১২টি স্টল রয়েছে। যার মধ্যে পারিবারিক পুষ্টি বাগান, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, মিশ্র ফল বাগান, নিরাপদ ফসল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উচ্চ মূল্যের ফসল, মালচিং পদ্ধতিতে সবজি চাষ এবং কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র রয়েছে।
কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন এবং আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন অতিথিরা।