শুরু হওয়া এ কার্যক্রমে কারাগারের অভ্যন্তরসহ কারা এলাকার আশপাশে কীটনাশক ছিটানো হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
কর্মসূচির প্রথম দিনে প্রতিটি সেলসহ ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বাস ভবন ও কারাগারের আশপাশের ঝোপ-জঙ্গল, ড্রেন, বদ্ধ জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা করে জৈব ও রাসায়নিক দ্রব্য স্প্রে করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে কয়েদি, কর্মকর্তা-কর্মচারী এবং দর্শনার্থীদের মাঝে সচেতনতামূলক নানা বার্তা দিচ্ছেন জেলা সুপার ও জেলার।
এসময় উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের উপ-তত্ত্বাবধায়ক আক্তার হোসেন শেখ ও জেলার শরিফুল আলমসহ অন্যান্যরা।