অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় ৩টি ট্রলি ও ১টি বালুবোঝাই ট্রাক জব্দ করা হয়। আটক মো. নুর মোহাম্মদ (২০) নামের এক ব্যক্তিকে অবৈধ বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের প্রজ্ঞাপনে ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ‘সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে।’
তিনি আরও জানান, পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।