আজ (বুধবার, ৯ জুলাই) ‘জুলাই পথযাত্রার’ ৯ম দিনে চুয়াডাঙ্গা জেলার এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সম্পর্কে তিনি বলেন, ‘বিএসএফ কোনো সীমান্ত রক্ষাকারী বাহিনী নয়, তারা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। গেলো ৫৪ বছরে কোনো সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নিলে তরুণরা জনগণকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন
এদিন, একই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম বলেন, ‘এনসিপি না থাকলে আবার ফিরে আসবে চাঁদাবাজ, মাদকসেবী আর দখলদাররা। তাই তরুণদের এই অবস্থান ধরে রাখতে হবে।’
সকালে আলমডাঙার আরেক পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আর কাউকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না।’ তিনি বলেন, ‘এ অভ্যুত্থানের নেতৃবৃন্দ দেশকে নতুন জায়গায় নিতে চায়। সেই পথচলায় চুয়াডাঙ্গার মানুষকে পাশে থাকতে হবে।’
আখতার হোসেন সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে, সেটাই এই অভ্যুত্থানের চেতনা।’