এসময় বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, পাঠাগারের সহকারি গ্রন্থাগারিক মো. হাবিবুর রহমান, শাকিল আহমেদ ও অন্যান্য সদস্যসহ প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আষাঢ় শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল। এ বছর মৌসুমী বায়ু আগে চলে আসায় আষাঢ়ের আগেই দেশজুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রীষ্মের খর তাপে প্রকৃতি যখন শুষ্ক রুক্ষ প্রাণহীন, তখন বৃষ্টি নিয়ে আসে নতুন প্রাণ, সজীবতা ও উর্বরতা।
শহর কিংবা গ্রাম, হাওর অথবা সাগর, সমতল কিংবা পাহাড় সকল জায়গাতে এই পরিবর্তন লক্ষ করা যায়। শিশুদের বাংলার ঋতুভিত্তিক সৌন্দর্যের ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান।
আগামী ১৫ শ্রাবণ ১৪৩২ (৩০ জুলাই) এর মধ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলন এর ফেসবুক পেজে অংশগ্রহণকারী প্রতি পাঠাগার থেকে ৩ জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করা হবে। এছাড়াও সারাদেশের পাঠাগারগুলোর প্রতিযোগীদের মধ্য থেকে জাতীয়ভাবে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হবে। বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট পাঠাগারে পৌঁছে দেওয়া হবে।