কবির হোসেন বলেন, ‘চলতি মৌসুমে দুই বিঘা জমিতে চাষ করেছেন চিয়াংমাই আমের। এ আম দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমন সুস্বাদু।’
কবির হোসেন বলেন, ‘সকালে এক ভ্যান চিয়াংমাই আম নিয়ে কানসাট আম বাজারে এসেছি। সবাই দেখে অবাক হয়েছেন। অনেকে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। এ আমের দাম চাইছি ৭ হাজার টাকা মণ। ক্রেতারা সাড়ে ৬ হাজার টাকা করে দাম বলেছেন।’
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘চিয়াংমাই জাতের আম থাইল্যান্ডের বিখ্যাত একটি জাত। আমাদের দেশে এটি এখনো নতুন। চাষিরা ব্যক্তিগতভাবে চাষ শুরু করেছেন। এ জাতের আম যেমন দেখতে সুন্দর তেমন থেকেও সুস্বাদু। এ জাতের আমের বাণিজ্যিকভাবে চাষ করা হলে। চাষিরা লাভবান হবেন। এই সাথে চাঙ্গা হবে জেলার অর্থনীতি।’
কানসাট বাজারে এখন আম্রপালি, ফজলি, আশ্বিনা, বারি-৪, ব্যানানা ম্যাংগোসহ ৭-৮ জাতের আম বিক্রি হচ্ছে।