আজ (শনিবার, ১২ জুলাই) বিকেল সাড়ে চারটায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এর আগে শহরের বনরূপা মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক হয়ে সমাবেশে যুক্ত হয়।
আরও পড়ুন:
পরে অনুষ্ঠিত সমাবেশে দেশব্যাপী হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা মো. ইমাম হোছাইন ইমু, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান চৌধুরী রোমান, এনসিপি নেতা জাকির হোসেন, ছাত্রনেতা সাদিয়া ইসলাম সায়েদা, মো. জালাল উদ্দীন, নুরুল আলম প্রমুখ।
সমাবেশে গণ অধিকার পরিষদ নেতা ওয়াহিদুজ্জামান চৌধুরী রোমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, 'আমাদের ভাই-বোনদের রক্তের ওপর কেন দাঁড়িয়ে আছেন আপনারা। যদি আপনারা সংস্কার করতে না পারেন। যদি এ দেশে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন। ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকার গঠন করুন। নাহয় কোন যৌথবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে এ দখলবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আসেন। যারা দায়িত্ব পালন করতে পারবে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে বিদায় নেন।'