এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফাতেমা রহমান বীথি, আল আমিন, মনিরুল ইসলাম, ফাহাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
আরও পড়ুন:
বক্তারা বলেন, দিনের আলোতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এছাড়াও বিগত চার মাসে ঢাকাতে ১৩৭ টির মতো খুন হয়েছে। এসব হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তারা।
এছাড়াও সারাদেশে চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।