মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা
সাতক্ষীরায় বিক্ষোভ
এখন জনপদে
0

মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেওয়ায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখা। আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের শহিদ আসিফ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় একজন তরুণ উদ্যোক্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তারা বলেন, আমাদের একজন ভাইকে প্রকাশ্য রাস্তায় পাথর দিয়ে মাথা থেঁতলে মেরে ফেলা হয়েছে। এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটা রাষ্ট্রীয় প্রশ্রয়ে বেড়ে ওঠা চাঁদাবাজ সন্ত্রাসের প্রতিচ্ছবি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি এখনই এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে দেশের তরুণরা রাস্তায় নেমে প্রতিরোধ গড়বে।

আরও পড়ুন:

নেতৃবৃন্দ আরও বলেন, আপনারা যদি লাশের রাজনীতি বন্ধ না করেন, তাহলে শেখ হাসিনা যে পথে গিয়েছেন, আপনাদেরও সে পথেই যেতে হবে। আপনারা যদি হাসিনার পথ অনুসরণ করেন, তাহলে হাসিনার মতোই আপনাদের পরিণতি হবে।

তারা অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের গ্রেপ্তার এবং সকল প্রকার রাজনৈতিক চাঁদাবাজি বন্ধের দাবি জানান।

সেজু