জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা
বিক্ষোভ মিছিল
এখন জনপদে
2

জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচার এবং দীর্ঘ ১৭ বছর ধরে চলা নির্যাতন, নিপীড়ন ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিন। বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবির নেতা আনিসুর রহমান।

বক্তারা বলেন, আমরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই একতাবদ্ধ। গোপালগঞ্জে যেভাবে হামলা হয়েছে, তা প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বিগত ১৫ বছরে তারা যে জুলুম, খুন, দমন-পীড়ন চালিয়েছে, তার বিচার জনগণ চায়।

তারা আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি উঠবে। একইসাথে, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারে দাবি জানান বক্তারা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

সেজু