পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার, ১৮ জুলাই) সকালে জেলা ধর্মপাশা উপজেলার নৌকাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে স্রোতের বিপরীতে মধ্যনগর উপজেলার দিকে যাচ্ছিলো নৌকাটি। যাওয়ার পথে পিঁপড়াকান্দা ব্রিজের কাছে শালদীঘা হাওরে এসে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই সাতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ হন শামসুর নাহার। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘মধ্যনগরের শালদীঘা হাওরে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে সবাই সাতার কেটে পাড়ে উঠলেও এক নারী পানিতে ডুবে মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘পুলিশের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ নেই।’