বিয়ের আগের রাতে মুখোশধারীদের হানা; অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট

বিয়ে বাড়ি
এখন জনপদে
0

কুষ্টিয়ার খোকসায় বিয়েবাড়িতে রাতের আঁধারে সিনেমার কায়দায় ঢুকে পড়লো মুখোশধারী ডাকাত দল। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিলো স্বর্ণালংকার ও নগদ টাকা। আর তাতেই বিয়ের আনন্দে ছেঁকে বসে আতঙ্ক।

গতকাল (শনিবার, ১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিধান চন্দ্র রায়ের বাড়িতে ঘটে এ ঘটনা। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের জিম্মি করে দুর্বৃত্তরা নিয়ে যায় প্রায় ১.৭ ভরি স্বর্ণ, ৬ ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা। বিয়ের জন্য প্রস্তুত কনের গয়নার দিকে তাকালেও সেটা আর ছুঁতে পারেনি তারা।

বিধান চন্দ্র জানান, তিনি বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, সঙ্গে সঙ্গেই ১০-১২ জনের মুখোশধারী দল ঝাঁপিয়ে পড়ে বাড়িতে। অন্ধকারে অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সবাইকে এক জায়গায় জড়ো করে শুরু হয় লুটপাট। আত্মীয়স্বজনদের কাছ থেকে কেড়ে নেয় অলংকার ও টাকা।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘আত্মীয়দের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হলেও কনের গয়না নিতে পারেনি ডাকাতরা। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

এনএইচ