শিবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ
পদ্মা নদী
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২০ জুলাই) দুপুরে উজিরপুর এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলেন, উত্তর উজিরপুর মাঝাপাড়ার গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মীম (১১)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর ১ টার দিকে আব্দুল আলিম নামের এক শিশু পানিতে ডুবে যায়। মীম আক্তার নামে একজন সহপাঠী তাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এ সময় স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে।’

ইএ