ফের ডুবতে শুরু করেছে ফেনীর উত্তরাঞ্চল

ফেনীতে ঢুকতে শুরু করেছে পানি
এখন জনপদে
0

ফেনীর পরশুরামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফুঁসে উঠছে মুহুরী নদীর পানি। বাঁধের ভাঙা স্থান দিয়ে ঢুকছে বানের পানি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে জনপদ। ডুবতে শুরু করেছে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর ও চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। ঢুকছে ফুলগাজীর কিছু এলাকাতেও।

আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯টার পূর্ববর্তী ৩ ঘণ্টায় ফেনী জেলার পরশুরামে পানি সমতলে ৩২১ সে.মি. বৃদ্ধি পেয়েছে। যা বর্তমানে বিপৎসীমার ১৭২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে । পরশুরামে সকাল ৯টায় পানি সমতলে ছিলো ১০.৮৩ মিলিমিটার।

আগামী ৬ ঘণ্টায় পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, এবং ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ পরশুরামে ৬০.৫ মিলিমিটার, ভারতের বিলোনিয়ায় ৪১.৮ মিলিমিটার। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা মাসুম বলেন, ‘হঠাৎ করেই নদীর পানি বাড়তে থাকে। গত কয়েকদিন আগে বন্যায় ভাঙনকৃত স্থানে নতুন করে ভেঙে ফের প্লাবিত হচ্ছে ঘর-বসতি।’ মাসুম জানায় আবারও ডুবে গেছে তাদের বাড়ি।

ইএ