দায়বদ্ধতার জায়গা থেকে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। নিহতরা হলেন সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)। নিহত রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন।
আজ (মঙ্গলবার, ২২ জুলাই) নাছিরের পক্ষে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল। নাছির উদ্দিন নাছির শুধু সহানুভূতির হাত বাড়াননি, নবজাতকের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন।
নিহতদের পরিবার ও স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য নাছির উদ্দিন নাছিরকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন।
নাছির উদ্দিন নাছির বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি সামনের দিনগুলোতেও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’