ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ফরিদপুরের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৬ জুলাই) দুপুর ১২ টার সময় শহরের খাবাসপুর মোড় থেকে শোক র্যালিটি বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
জেলা মহিলা পরিষদের আয়োজনে এ শোক র্যালি শেষে সেখানে মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় বক্তব্য রাখেন, অধ্যাপিকা শিপ্রা রায়, হোসনেয়ারা খানম, ডিউবী সিকদার, সুফিয়া ইয়াসমিন।
বক্তারা এসময় অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি আরো গুরুত্ব আরোপের আহ্বান জানান।