গফরগাঁওয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, হাসপাতালে ভর্তি ৩ জন

অসুস্থ ব্যাংক কর্মকর্তা ও চুরির আলামত
অপরাধ
এখন জনপদে
0

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চেতনানাশক স্প্রে করে ঘরের গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ হয়ে পরিবারের তিন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে গফরগাঁও পৌর এলাকার পশু হাসপাতাল রোডে সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা সুলতান আহমেদের বাড়িতে। বর্তমানে সুলতান আহমেদ (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার স্ত্রী তাসলিমা বেগম লিপি (৫৫) ও ছেলে অর্ণব (২৩) গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিল কেটে জানালার মাধ্যমে ঘরে চেতনানাশক স্প্রে করে। পরে জানালার লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে তারা স্টিলের আলমারি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট চালায়।

সবার অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কী পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পরিবারের দাবি, আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

সুলতান আহমেদের বড় ছেলে সৌরভ এখন টিভিকে বলেন, ‌‘আমি টেকনাফে কর্মরত। শনিবার সকালে বাসায় ফোনে কাউকে না পেয়ে বিষয়টি মামা রাতুলকে জানাই। তিনি বাসায় গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পান। পরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বাবার অবস্থা খারাপ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তাকে নিয়ে গফরগাঁও ফিরছি। মা ও ভাইয়ের অবস্থা কিছুটা ভালো।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুদিন হলো বিয়ে করেছি। আলমারিতে স্ত্রীর ও মায়ের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য জিনিস ছিল। সবই নিয়ে গেছে চোর।’

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও লিখিত অভিযোগ দেয়া হয়নি। তারা অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পরিবার জানিয়েছে, তারা ময়মনসিংহ থেকে গফরগাঁও ফিরে এসে মামলা করার বিষয়টি বিবেচনা করবেন।

ইএ