চট্টগ্রামে চিরচেনা জলাবদ্ধতা; তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা

চট্টগ্রাম
চট্টগ্রামে জলাবদ্ধতা
এখন জনপদে
0

চট্টগ্রামে আবারও চিরচেনা জলাবদ্ধতা। রাতভর বৃষ্টির পর ভোর থেকেই পানিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকা।

বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা কিংবা হালিশহর সড়ক দেখে মনে হবে খাল বা নদী। কিন্তু বাস্তবে এগুলো শহরের ব্যস্ততম এলাকার রাস্তা। কোমরসমান পানি, যানজট আর দুর্ভোগ যেন এই শহরের বর্ষাকালের নিয়তি।

যানজটে আটকে পড়েছে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, অফিস যাত্রীসহ হাজার হাজার মানুষ। সময়মতো কোথাও পৌঁছানো যেন দুঃস্বপ্ন। পানিতে ডুবে, কয়েক কিলোমিটার হেঁটে গন্তব্যে যাত্রা করছেন অনেকে।

শুধু রাস্তাই নয়, অনেক বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। রান্নাঘর থেকে শোবার ঘর- সব জায়গায় এখন পানি। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ ভোগান্তিতে। অনেকের আয় উপার্জনও ভাটা পড়ে, জলের জোয়ারে।

বৃষ্টি আশীর্বাদ হলেও চট্টগ্রামে তা হরহামেশাই অভিশাপে রূপ নেয়। নগরবাসীর প্রশ্ন- প্রতিবারের এই জলাবদ্ধতার দায় কে নেবে? কবে মিলবে স্থায়ী সমাধান?

এসএস