সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা
উদ্ধার হওয়া একনলা বন্দুক ও গুলি
অপরাধ
এখন জনপদে
0

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মাহমুদা নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি টিম মাহমুদা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আভিযানিক দল দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত বনের ভেতরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, সুন্দরবন সংলগ্ন এলাকায় বনজ সম্পদ রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ইএ